My Sports App Download
500 MB Free on Subscription


মাশরাফিকে পেয়ে জেমকন খুলনা উচ্ছ্বাসিত, আনন্দিত

চারটি দল মাশরাফিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। একাধিক দল হওয়ার কারনে লটারির মাধ্যমে মাশরাফির দল নির্বাচন করে বিসিবি। লটারিতে জেমকন খুলনা মাশরাফিকে পেয়েছে। খুলনার ক্রিকেটারদের পেয়ে দারুন উচ্ছ্বাসিত জেমকন খুলনার টিম ম্যানেজমেন্ট। জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ মাশরাফিকে পেয়ে এমনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

লটারিতে অংশ নিয়েছিল চার দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই চার দলের মধ্যে খুলনা লটারি জিতে পেয়েছে মাশরাফিকে। এমনিতেই মাহমুদউল্লাহ-সাকিবকে নিয়ে দারুণ দল গড়েছে খুলনা। লটারিতে মাশরাফির পেয়ে যেন সব আলো জেমকন খুলনার দিকেই পড়েছে। খুলনাতে স্থানীয় হিসেবে সাকিব-শফিউল-আল আমিন-এনামুল ছিলেন। যুক্ত হয়েছেন মাশরাফিও। কুড়ি ওভারের টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেললেও কখনোই খুলনার জার্সিতে খেলেননি তিনি। প্রথমবার স্থানীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা জেমকন খুলনা খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত যে লটারির মাধ্যমে মাশরাফিকে পেয়েছি। মাশরাফি এর আগে কখনোই খুলনার জার্সিতে খেলেননি। এটা আমাদের জন্য বিশাল পাওয়া। মাশরাফি খুলনার ছেলে, এবার প্রথম তিনি খুলনার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে পেয়ে খুবই আনন্দিত। ’

৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান তিন নম্বরে। অথচ দলটিতে সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-আল আমিন-এনামুলসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। নতুন করে মাশরাফি যুক্ত হওয়াতে দলের শক্তি আরও বাড়বে। কাজী ইনাম মনে করেন মাশরাফি যুক্ত হলে দলের বড় ইমফ্যাক্ট ফেলতে পারবেন, ‘আশা করি মাশরাফি আমাদের দলে বড় ইমপ্যাক্ট রাখতে পারবেন। শুধু আমাদের দলের খেলোয়াড় নয়, আমাদের দলের বাইরের খেলোয়াড়দেরও তিনি (মাশরাফি) মোটিভেট করতে পারবেন। প্রত্যাশা করি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তার অন্তর্ভূক্তি আমাদের আরও ভালো করতে সহায়তা করবে। আশা করি দীর্ঘদিন পর মাঠে ফেরা মাশরাফি খুব ভালো করবেন।’

সাবেক অধিনায়ক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন। এরপর মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। কুড়ি ওভারের ম্যাচ হিসেব করলে মাশরাফির শেষ ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে। চলতি বছর জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন সাবেক এই অধিনায়ক।গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপে খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। কিন্তু গত ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না।

  •