My Sports App Download
500 MB Free on Subscription


সৌম্যর কাজ সহজ করে দিয়েছেন সৈকত

ফরচুন বরিশালকে ১৪৯ রানে আটকে রেখে ৮ বলে হাতে রেখেই জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর ফলে ৭ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রাখলো মোহাম্মদ মিঠুনের দল।

দুই দফায় জীবন পেয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রামের ওপেনার সৌম্য সরকার। এমন ইনিংসের পর বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, তাঁর খেলা সহজ করে দিয়েছেন ওপেনিংয়ে নামা আরেক ব্যাটসম্যান সৈকত আলী।

এ প্রসঙ্গে সৌম্য বলেন, 'আজকে ওপেনিংটা গুরুত্বপূর্ণ ছিল। জিনিসটা একটু সহজ হয়েছে সৈকত আলী একটু ভালো খেলেছে। সে খুব দ্রুত কিছু রান করেছে। আমার জন্য তাই খেলাটা সহজ হয়েছে।'

বরিশালের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সৈকতকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন সৌম্য। এই জুটি গড়ার পথে সৈকতের অবদান ৩৩ বলে ৩৯। ডানহাতি এই ব্যাটসম্যানের আক্রমণাত্মক ব্যাটিংই খেলা সহজ করে দিয়েছে সৌম্যর।

চট্টগ্রামের নিয়মিত ওপেনার সৌম্যর ধারণা টুর্নামেন্টের এই মুহূর্তে ব্যাটসম্যানরা উইকেট থেকে দারুণ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে বোলাররা গতিতে বল করলে তাঁর ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যাচ্ছে।

উইকেট প্রসঙ্গে তিনি বলেন, 'বলটা একটু ব্যাটে আসছে। বোলাররা যখন একটু জোরে বল করতে চাচ্ছে আমার মনে হয় এটা ব্যাটসম্যানদের জন্য সহজ হচ্ছে। বলটা আরও দ্রুত ব্যাটে আসছে। বলটা হিটিং জোনে থাকলে, একটু পেছনে পড়লে আমাদের জন্য খেলাটা আরও সহজ হচ্ছে। যারা স্লোয়ার করেছে আমার মনে হয় তারা ভালো বল করেছে।'