My Sports App Download
500 MB Free on Subscription


দেশে ফিরলেন মুমিনুলরা, যাচ্ছেন তিন দিনের কোয়ারেন্টিনে

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছেন মুমিনুলরা। সোমবার বিকালে বাংলাদেশ বিমানের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে পুরো দল। দেশে ফিরেও স্বস্তি পাচ্ছেন না তামিম-মুশফিকরা। পরিবারের কাছে না ফিরে ক্রিকেটারদের থাকতে হচ্ছে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে।

মঙ্গলবার সাড়ে তিনটার বাংলাদেশ দলকে বহন করা বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে গিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কা সফর থেকে আসা প্রত্যেক ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটাররা তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

তবে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মুখাপেক্ষী হয়েছি যে দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা কি থাকবে বা কতদিনের কোয়ারেন্টাইন করতে হবে। যেহেতু সামনে শ্রীলংকা সিরিজ আছে তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে কোন ভূমিকা নিলে, ক্রিকেটারদের আমরা হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দিবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছেড়েছিল মুমিনুলরা। দ্বীপ দেশটিতে গিয়ে সাতদিন কোয়ারেন্টিন শেষে মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম টেস্টে নিষ্প্রাণ উইকেটে ড্র করলেও দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানে সফরকারীরা।