রাজস্থান রয়ল্যালের হয়ে আইপিএলে দূর্দান্ত সময় কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার অফ কার্টার, ব্যাক অব দা হ্যান্ড স্লোয়ার, ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার, ওয়াইড ইয়ার্কারে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। এমন মোস্তাফিজকেই শ্রীলঙ্কা সিরিজে চান তামিম ইকবাল।
শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘মোস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করেছে দারুন, আমরা সবাই চাই সে এভাবে বল করুক।’
তবে তামিম মনে করেন আইপিএলের মতো ভালো করার জন্য উইকেট থেকে বাড়তি সাহয্যের প্রয়োজন। সেটি পেলে মোস্তাফিজ এখানেও ভালো করবে, ‘আইপিএলে সে উইকেট থেকে সাহায্য পেয়েছিল, কোন সন্দেহ নেই সে বোলিংটাও ভাল করেছে। ওর ভালো করলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’
ক্রিকেটাররা কয়েক ম্যাচ খারাপ খেললেই সমালোচনার শিকার হন। গত কয়েক বছর ধরে শুরুর মোস্তাফিজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি উল্লেখ্য করে তামিম বলেছেন, ‘আপনাদের সঙ্গে আমাদের খেলা দেখার কিছু পার্থক্য আছে! আমাদের একজন খেলোয়াড় ৩-৫টা ম্যাচ ভাল না করলে আমরা মনে করিনা সে শেষ হয়ে গেছে। আবার ২-৩ টা ম্যাচ ভালো করলেও মনে করি না যে বিশ্বের সেরা হয়ে গেছে।’