My Sports App Download
500 MB Free on Subscription


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন মুমিনুল

টুর্নামেন্টের শুরু হতেই ছিটকে গেলেন মুমিনুল হক। গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছেন। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতে আঘাত পান মুমিনুল। সেই আঘাতই কাল হয়ে দাঁড়িয়েছেন মুমিনুলের জন্য।
 
রবিবার বিকালে মুমিনুল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার ছিটকে যাওয়ার বিষয়টি, ‘ইনিংসের ১৮তম ওভারে বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছি। ইতিমধ্যে স্ক্যান করিয়েছি, স্ক্যান রিপোর্টে ফ্যাকচার ধরা পড়েছে। দাদাও দেখেছে। উনি বলেছে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামীকাল ডাক্তার দেখাবো। যতটুকু মনে হচ্ছে টুর্নামেন্ট শেষ।’
 
শনিবার ম্যাচে আঘাত নিয়ে ব্যাটিংও করেন মুমিনুল। ৭ বলে ৫ রানে নিয়ে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটিং করলেও আঙ্গুলের অবস্থা ভালো নয়, সেটি টের পান ম্যাচ শেষে।শনিবার ইনিংসের ১৮তম ওভারটি করছিলেন মোস্তাফিজ। ওখানে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে আঘাত পান মুমিনুল। সেই আঘাতেই মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।

  •