My Sports App Download
500 MB Free on Subscription


নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক মিচেল স্যান্টনার

শ্রীলঙ্কায় আসন্ন সাদা বলের সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। ১৫ সদস্যের দলে অন্তর্বর্তীকালের জন্য বেছে নেওয়া হয়েছে তাকে। দলটাতে প্রথমবারের মতো ডাক পড়েছে বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটকিপার ব্যাটার মিচেল হে’র। সফরে দুটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

স্যান্টনারকে স্বল্প জয়ের জন্য বেছে নেওয়া হলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক বেছে নেবে তারা।

২৫ বছর বয়সী স্মিথ মার্চে নিউজিল্যান্ডের বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের খেতাব জিতেছেন। তারই পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন তিনি। গতমাসে পেয়েছেন কেন্দ্রীয় চুক্তি। ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে সাদা বলের প্রতিযোগিতায় গত মৌসুমে নিয়েছেন ২৪ উইকেট। নাথান হে গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে অভিষেক করেছেন। এপ্রিলে জিতেছেন ক্যান্টারবুরির বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব।

ডাম্বুলায় শ্রীলঙ্কায় সিরিজের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ নভেম্বর। একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি তার পর দিন। ১৩ নভেম্বর ডাম্বুলাতেই প্রথম ওয়ানডে। ১৭ নভেম্বর পাল্লেকেলেতে দ্বিতীয় ও ১৯ নভেম্বর একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাক ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফুকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, নাথান স্মিথ, ইশ সোধি ও উইল ইয়াং।