My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশের একটাই লক্ষ্য সিরিজ জয়

টেস্ট ক্রিকেটে ঘোর অন্ধকার নেমে এসেছিল বাংলাদেশ শিবিরে। দেশের বাইরে ভারত, পাকিস্তানের পর ঘরের মাঠে আফগানিস্তান এবং দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারটা মেনে নেওয়ার মতো ছিলো না। এমন অবস্থায় শ্রীলঙ্কায় এসে প্রথম টেস্ট ড্র করা, জয়ের সমানই অনুভূতি দিচ্ছি সফরকারীদের। তবে সবকিছু পেছনে ফেলে ডমিঙ্গো বাহিনী দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিততে মরিয়া। 

বুধবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই জানিয়ে গেলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুন অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভাল খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি এক সেশন করে আগানোর। আমাদের একমাত্র লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’

লাহিরু কুমারার মতো দিলশান মধুশানকাও হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন। এই দুজনের জায়গায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই বোলার চামিরা করুণারত্নে ও লাকশান সান্দাকান। লঙ্কান স্কোয়াডে বদল অবশ্য ভাবাচ্ছে না বাংলাদেশের কোচকে, ‘দেখুন আমি নিশ্চিত না শ্রীলঙ্কার পরিকল্পনা কি হবে। এটা নিয়ে ভাবা আমার বা আমাদের কাজ নয়। তবে এটা নিশ্চিত আমাদের মতো তারাও উইকেটের চরিত্র অনুযায়ী দল সাজাবে। সত্যিকার অর্থে আমরা আমাদের নিয়ে ভাবছি না, আমরা নিজেদের দল নিয়ে ভাবছি।’

  •