My Sports App Download
500 MB Free on Subscription


নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা শনিবার

রবিবার থেকে সিলেটে শুরু হবে নারী ক্রিকেটারদের ক্যাম্প। এজন্য ডাকা হয়েছে ২৯ জনকে। দীর্ঘ করোনা বিরতি কাটিয়ে রুমানা-সানজিদারা ফিরেছেন ঢাকায়। সিলেটে যাদের বাড়ি তারা সেখানেই থেকে যাচ্ছেন। দুই ভেন্যুতেই ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট নেয়া হবে শনিবার।

যারা পরীক্ষায় উতরে যাবেন, তারা যোগ দেবেন আবাসিক ক্যাম্পে। সোমবার থেকে শুরু হবে সালমা-রুমানাদের মাঠের অনুশীলন। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।নারী দলের নতুন সহকারী কোচ ফয়সাল হোসেন পরিচালনা করবেন একমাসের স্কিল ক্যাম্পটি। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে করা হয়েছে মেয়েদের দলের নির্বাচক।

নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন।ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।

ক্যাম্পে ডাক পেয়েছেন যারা: সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।