My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজের জন্য বিসিবির 'চার্টার্ড ফ্লাইট'

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার জানিয়েছে বাংলাদেশের ভেতরে ভ্রমণের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করবেন তারা। সেই সঙ্গে বাংলাদেশ দলও একই ধরণের বিমানে চড়বে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিসিবিকে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এই সিরিজে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের। কারণ এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ।

এরই মধ্যে বিসিবির চার দলের প্রেসিডেন্টস কাপ এবং পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সফল ভাবে আয়োজন করেছে। দুটি টুর্নামেন্টই হয়েছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, তারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগাবেন।

তিনি বলেন, 'গত দুটি টুর্নামেন্ট আমাদের সামর্থ্য বাড়াতে অবশ্যই সহায়তা করেছে। কিছু ভুল ত্রুটি খুঁজে পাওয়া গেছে সেগুলো সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চেষ্টা করবো কমাতে। ওয়েস্ট ইন্ডিজের দুইজন পর্যবেক্ষক এসে সফর করে গেছে। ওরা আমাদের যে পরিকল্পনা, অবকাঠামো তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে। তো গত দুই টুর্নামেন্টের অভিজ্ঞতা সফলভাবে কাজে লাগাতে পারবো অবশ্যই। আমরা খুবই আশাবাদী কোন ধরণের সমস্যা ছাড়াই সিরিজটি শেষ করতে পারবো।'

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। এরপর সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। যদিও তৃতীয় দিন থেকেই অনুশীলন করতে পারবে তারা। তবে তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত অভ্যন্তরীণ অনুশীলন করতে হবে তাদের। বাইরের কোন সাপোর্ট স্টাফ ছাড়া তাদের অনুশীলন করার জন্য বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের তিন দফা করোনা পরীক্ষা হবে সিরিজ শুরুর আগে। এ প্রসঙ্গে দেবাশিষ বলেন, 'প্র্যাকটিস ভেন্যু ব্যবহার করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ টিম। তবে এই ভেন্যু ব্যবহারে কোয়ারেন্টাইনের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত তারা নিজেদের মত করে প্র্যাকটিস করতে পারবে ভেন্যুতে এসে। ৬ষ্ঠ কিংবা সপ্তম দিন আমরা আরেকটা টেস্ট করবো। এই তিনটা টেস্ট প্রথম এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়ার পরে ওরা অন্যান্য প্লেয়ার বা নেট বোলার ও বাইরের লোকদের সাথে মিশতে পারবে।'

এদিকে, বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেনিকে জানিয়েছে, দুই দলই ঢাকায় সিরিজ শেষে চার্টার্ড বিমানে চট্টগ্রাম যাবে এবং সিরিজের বাকি অংশ খেলে আবার চার্টার্ড বিমানে ঢাকায় ফিরবেন তারা। আগামী ২০, ২২ এবং ২৫ জানুয়ারি দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।