My Sports App Download
500 MB Free on Subscription


মুশফিকের হাতে জাকের আলি অনিকের টেস্ট ক্যাপ

ধীরে ধীরে টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়িমিত হয়ে উঠলেও মাস দুইয়েক ধরে টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন জাকের আলি অনিক। সোমবার অবশ্য অপেক্ষা ফুরিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। পাকিস্তান সফরে এ দলের হয়ে দারুণ খেলা এই ব্যাটারের মাথায় উঠেছে টেস্ট ক্যাপ।

আর জাকেরকে এই টেস্ট ক্যাপ পড়িয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। আছেন সেঞ্চুরির পথে। মুশফিক যখন তার ক্যারিয়ারের শেষের পথে তখন যাত্রা শুরু হল অনিকের।

তাকে ক্যাপটাও পরিয়ে দিয়ে শুভকামনা জানিয়ে জাকেরকে মুশফিক বলেছেন, ‘তোর (জাকের আলী) হাত ধরে আরো অনেক ক্রিকেটার এমন টেস্ট ক্যাপ নেবে।’

সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের টসের আগে জাকেরকে টেস্ট ক্যাপ দেন মুশফিক। জাকেরসহ বাংলাদেশ একাদশ সাজিয়েছে ১ পেসার ও তিন স্পিনার নিয়ে। টস জিতে ব্যাটিং করবে স্বাগতিক শিবির।

মুশফিককে আইডল মানেন জাকের। তাকে ক্যাপ পড়িয়ে দিয়ে মুশফিক আরও বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি এই ক্যাপ দিতে পেরে। এটা ভেরি স্পেশাল। আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমি মনে করি তুই যেরকম ছেলে, সফলতা নিয়ে আসবি।’

চারদিনের ক্রিকেটে লম্বা সময় ধরে ছন্দে আছেন জাকের। অপেক্ষায় ছিলেন অভিষেকের। এবার সেটাও হয়ে গেল। প্রথম শ্রেণীর ক্রিকেটে জাকের আলী ৪৯টি ম্যাচ খেলেছেন। ৪১.৪৭ গড়ে রান করেছেন ২ হাজার ৮৬২টি। সেঞ্চুরি ৪টি ও ফিফটি ১৯টি। এ ছাড়া ৯৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে রান করেছেন ২ হাজার ১৮১টি।