প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,০০০ রান করে ফেললেন ক্রিস গেল। এর মধ্যে যেরকম আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে, তেমনি বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ঘরোয়া লিগও রয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ৩৮ বলে ৬৭ রান করেন গেল। এর ফলে সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে গেলের রান এখন ১৪,০২৫। তালিকায় দ্বিতীয় কায়রন পোলার্ড। তাঁর রান সংখ্যা ১০,৮৬৩। তিন নম্বরে থাকা পাকিস্তানের শোয়েব মালিকের রান ১০,৭৪১। ডেভিড ওয়ার্নার করেছেন ১০,০১৭ রান। তিনি আছেন চার নম্বরে। বিরাট কোহলী ও ব্রেন্ডন ম্যাকালাম রয়েছেন পাঁচ নম্বরে। তাঁদের দুজনেরই রান সংখ্যা ৯,৯২২।
গেলের ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। গেলের এটি ১৪তম আন্তর্জাতিক অর্ধশতরান। ২০১৬ সালের পর, অর্থাৎ পাঁচ বছর পরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন তিনি।
প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে পাঁচটি ম্যাচের প্রথম তিনটিতে জিতেই সিরিজ পকেটে পুরল ওয়েস্ট ইন্ডিজ।