My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবের পর তাইজুলের কীর্তি

বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য কীর্তির সঙ্গে জড়িয়ে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নাম। এবার তার পাশে নাম লেখালেন স্পিনার তাইজুল ইসলাম। উইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। এর মাধ্যমেই তিনি দেশের মাটিতে ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হয়ে গেলেন। দেশের মাটিতে তার ১০০তম শিকার হলেন জসুয়া ডি সিলভা।

ঘরের মাঠে ২১ টেস্টে ১০০ উইকেট তুলে নিয়েছেন তাইজুল। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার। ১২০ উইকেট নিয়ে তিনি সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তাইজুলের সতীর্থ মেহেদি হাসান মিরাজও আছেন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। আর একটি উইকেট পেলেই চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মালিক হয়ে যাবেন। এজন্য তাকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। গত বছর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। টেস্টে বাংলাদেশের হয়ে এর আগে ন্যূনতম ১০০ উইকেট ছিল মাত্র দুজন ক্রিকেটারের- মোহাম্মদ রফিক আর সাকিব আল হাসান। আজ তাইজুল-আবু জায়েদ দুজনেই ৪ উইকেট করে নিলেও ৪০৯ রানের পাহাড় গড়েছে উইন্ডিজ। প্রথম ইনিংস খেলতে নেমে ১১ রানে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট।

  •