My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশে আটকা পড়েছেন প্রোটিয়া ৫ ক্রিকেটার

লকডাউনের কারনে একটি ওয়ানডে না খেলেই দেশ ছাড়ারর কথা ছিলো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু দলের পাঁচ ক্রিকেটারের করোনা পজেটিভ হওয়াতে তারা যেতে পারেননি দলের সঙ্গে। বিসিবির এক সূত্র দক্ষিণ আফ্রিকার এই পাঁচ ক্রিকেটারের আটকা পড়ার খবরটি নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ হওয়া প্রোটিয়া পাঁচ ক্রিকেটার হচ্ছেন- সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো। সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দলের সবাই করোনা পরীক্ষা করান। রাতে ফল আসলে পাঁচজনের করোনা পজেটিভ আসে। ততোক্ষণে পুরো দল সিলেট থেকে ঢাকায় চলে এসেছে তখন সিলেট ছেড়ে দেশের পথে উড়াল অবস্থান করছিল। কিন্তু ৫ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ ক্রিকেটারর এখন আইসোলেশনে আছেন।

এদিকে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। ফলে দ্বিতীয় দফা করোনা নেগেটিভ হলেও দেশে যাওয়ার সুযোগ নেই প্রেটিয়া মেঢেদের।গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। সবগুলো ম্যাচই প্রভাব বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। রবিবার চতুর্থ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে স্বাগতিকরা। সবমিলিয়ে বাংলাদেশে এসে একদমই ভালো কাটেনি বাংলাদেশি মেয়েদের।