My Sports App Download
500 MB Free on Subscription


সাইফউদ্দিনের ইনজুরি সংশয়

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বড় ধাক্কা খেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে ভেড়ানোর সুযোগ থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়ায় দলটি।

যদিও সেই সাইফউদ্দিনকে নিয়েই শঙ্কায় পড়েছে পদ্মা পাড়ের দলটি। অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন সাইফউদ্দিন। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।

আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। রবিবার চলছিল দ্বিতীয় দিনের অনুশীলন। আর এদিনই যেন শঙ্কার কালো মেঘ নেমে এলো রাজশাহী শিবিরে। কেননা অনুশীলননের সময় ইনজুরিতে পড়েছেন এই অলরাউন্ডার।

দ্বিতীয় দিনের অনুশীলনে সকালে নিজেদের ভেতর অনুশীলন করছিল মোহাম্মদ আশরাফুল-সাইফউদ্দিনরা। অনুশীলনের এক সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে ফেনীর এই ক্রিকেটারের। তখনই অনুশীলন থামিয়ে ডাগ আউটে চলে যান তিনি। সেদিন আর অনুশীলন করতে দেখা যায়নি তাকে। 

যদিও তার চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। কোন কারণে ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে বেশ ভালোভাবেই ভুগতে হবে দলটিকে। কারণ দলে তেমন কোন বড় তারকা নেই।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম। 

  •