My Sports App Download
500 MB Free on Subscription


দলকে অপ্রোজনীয় চাপ দিতে মানা করলেন মাশরাফি

বাংলাদেশের জন্য বরাবরই কঠিন কন্ডিশন নিউজিল্যান্ড। তিন ফরম্যাটে তাইতো এখন অব্দী জয়বিহীন লাল-সবুজ জার্সিধারীরা। কিউই কন্ডিশনে সবমিলিয়ে ৩৩ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার কোনটিতেই শেষ হাসি হাসতে পারেনি মুশফিক-তামিমরা। তবে এবার জয় পেতে মরিয়া সফরকারীরা। এক্ষেত্রে দলকে অপ্রোজনীয় চাপ দিতে মানা করলেন সাবেক অধিনায়ক মাশরাফি।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেরে পুরষ্কার বিতরণ শেষে সংবাদ মাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না দলকে অপ্রয়োজনীয় চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি কন্ডিশনটিা কঠিন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দেই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। সো ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই তাহলে আমি নিশ্চিত টিম ভালো খেলতে পারবে।’

মাশরাফি আরও বলেছেন, ‘হারজিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে। যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে টিম আছে ওখানে, ক্যাপেবল এনাফ। ইন্ডিভিজুয়াল প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। ওরা মন খুলে খেলাটা খেলতে পারলে, অবশ্যই ভালো ফল আসবে।’

মাশরাফি বলেছেন দায়িত্বশীল জায়গা থেকে ক্রিকেটারদের অপ্রয়োজনীয় চাপ থেকে বিরত থেকে চাপ কমানোর চেষ্টা করতে হবে, ‘আমাদের সমস্যা হচ্ছে আমরা খেলোয়াড়দের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, দ্য সিলেক্টরস বলেন, দর্শক বলেন, সো তাদেরকে (ক্রিকেটারদের) সাপোর্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি সাপোর্ট করলে ওরা ভালো খেলবে ইনশাআল্লাহ।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে অধিনায়ক তামিমের অভিষেকটা ভালোই হয়েছে। নিউজিল্যান্ডেও তার নেতৃত্বে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন মাশরাফি,‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট। সেই সঙ্গে সাকিব নেই, সবমিলিয়ে কঠিন। কিন্তু যাওয়ার আগে তামিম যেভাবে কথা বলেছে সেটা খুবই পজিটিভ। আমার বিশ্বাস তামিমের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজ ভালো করবে।’