এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ’র ছেলে।
শনিবার সর্বসম্মতিক্রমে এসিসির সভাপতি হিসেবে জয় শাহকে নির্বাচন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের এসিসির সভাপতি পদের মেয়াদ শেষ হওয়ায় জয় শাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে জয় শাহ বলেন, `আমার লক্ষ্য হলো এশিয়ান ক্রিকেটকে আরও সংগঠিত করা এবং ক্রিকেটকে সবত্র ছড়িয়ে দেওয়া। এশিয়ার ক্রিকেটের সর্বোপরি উন্নয়নের জন্য আমাদের অবশ্যই দৃঢ় প্রত্যয়ী হতে হবে।‘