My Sports App Download
500 MB Free on Subscription


মাশরাফি ভাইয়ের অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে : মাহমুদউল্লাহ

পুরো টুর্নামেন্টে জুড়ে দুর্দান্ত খেলা গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। শিরোপা জেতায় দলের ক্রিকেটারদের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাকেও ধন্যবাদ দিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মাশরাফির অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে বলেন জানিয়েছেন তিনি।

করোনা, হ্যামস্ট্রিং ইনজুরিসহ নানাবিধ সমস্যার কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলার সুযোগ পাননি মাশরাফি। তবে টুর্নামেন্টের শেষ দিকে এসে খুলনার দলে যোগ দেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি।

সেই সঙ্গে অধিনায়ক হিসেবে জিতেছেন সবচেয়ে বেশি চারটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা। যে কারণে তিনি ভালো করেই জানেন শিরোপা জিততে কখন কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে। তাই তো ফাইনালে অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মাশরাফির সেই ফাইনাল জেতার অভিজ্ঞতা মাহমুদুউল্লাহকে কাজে দিয়েছে বলে জানান তিনি। তাকে পেয়ে বেশ খুশিও তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। খুশি যে আমি অবদান রাখতে পেরেছি। বিশেষ ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে। সে অনেক সাহায্য করেছে। তাঁর অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাঁকে পেয়ে।’

শিরোপা জেতার পর ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডারদের নিয়ে নিজের খুশির কথা জানিয়েছেন দলটির এই অধিনায়ক। তিনি মনে করেন, তারা যেভাবে নিজেদের সবটা ঢেলে দিয়েছেন তার জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। সেই সঙ্গে প্রত্যাশা পূরণ হওয়া তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের কাছে এর চেয়ে বেশি চািইতে পারি না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলাররা, ব্যাটসম্যানরা ও বিশেষ করে ফিল্ডাররা - যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্‌, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’