My Sports App Download
500 MB Free on Subscription


শেষ তিন ম্যাচের দিকে তাকিয়ে তামিম

পয়েন্ট টেবিলে সবার নিচে ফরচুন বরিশাল। অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে তামিম একা কিছুই করতে পারছেন না! টুর্নামেন্টের বাকি তিন ম্যাচে দল হিসেবে ভালো কিছু করার প্রত্যাশা তামিমের কণ্ঠে। রবিবার মিরপুর একাডেমিতে পুরো দলই অনুশীলন করেছেন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তামিম জানিয়েছেন আগের ম্যাচের ভুলগুলো শুধরে বাকি ম্যাচগুলোতে রেজাল্ট নিজেদের পক্ষে চেষ্টা চালাবেন।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘কোন দিক থেকেই আমাদের পরিস্থিতি ভালো নয়। আমাদের জিততেও হবে, প্লাস অন্য খেলার রেজাল্টও আমাদের পক্ষে যেতে হবে। আমরা যদি পরবর্তী তিনটা ম্যাচ ভালো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই ভালো সুযোগ থাকবে কোয়ালিফাই করার। আসলে ক্রিকেট এমন একটা খেলা হয়তো সামনের তিন ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলা হয়ে যাবে। আমি সেটি বিশ্বাস করি। সুতরাং এটাই আশা করবো পরের তিন ম্যাচ আমাদের ভালো যাবে। আর প্রথম ৪-৫ ম্যাচের ভুলগুলো শুধরে আমরা ফলাফল আমাদের পক্ষে আনতে পারব।’

পুরো টুর্নামেন্টে একাই লড়ে গেছেন তামিম। কিন্তু সেটিও ম্যাচ জেতার জন্য যথেস্ট ছিল না। তাইতো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম মোটিভেট করেও ব্যর্থ হচ্ছেন, ‘দল খুব বেশি একটা ভালো খেলে না, তখন মোটিভেট করাটাও একটু কঠিন। আমাদের স্কোয়াডে বেশিরভাগই তরুণ খেলোয়াড়। তারা সবাই ট্যালেন্টেড খেলোয়াড়। আমার তরফ থেকে আমি সবসময় তাদের সাথে কথা বলি। আর মাঝেমাঝে এসব সময়ে সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয় কথার চেয়ে যদি কাজে করে দেখানো যায়, তাহলে ইটস বেটার। আমি কথা তো সারাদিন বলতে পারবো, বাট আমি নিজেও যদি একই মিস্টেকগুলো করি, তাহলে ওই কথাগুলোর ভ্যালু থাকে না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।’

অন্য দলের ব্যাটসম্যানরা পারলেও পারছেন না চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ফলে উইকেটের দোষ দিতে নারাজ তামিম, ‘সবাই একই উইকেটে খেলছে। যারা ভালো খেলছে, তারাও একই উইকেটে খেলছে। উইকেট আমি কোন সময় দোষ দিচ্ছি না। উইকেট কঠিন হলেতো ওই উইকেটে খেলতে হবে। কিভাবে কোন প্রসেসে খেলতে হবে সেটি আমাদের চিন্তা করতে হবে। কঠিন উইকেটে হয়তো ১২৫-১৩০ স্ট্রাইক রেট থাকবে না, বাট ১০৫-১১০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেন। অফফর্ম যেকোন সময় যে কারো যেতে পারে। দূর্ভাগ্যবশত আমরা যাদের উপর বেশি কাউন্ট করছিলাম, তারা একটু অফফর্মে যাচ্ছে। বাট ক্রিকেট খেলাটাই এমন। আসলে টি-টোয়েন্টিতে ১-২টা গুড শটসেও আপনাকে ফর্মে ফিরিয়ে নিয়ে আসতে পারে বা ভালো ইনিংস ফর্মে ফিরিয়ে আনতে পারে।’

দলের মালিকের জন্য হলেও জয় উপহার দিতে চান তামিম, ‘ফ্র্যাঞ্চাইজির সবাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছেন। আমাদের ৫টা ম্যাচে উল্লেখ্য করার মত তেমন কোন পারফরম্যান্স ছিল না। কিন্তু তারা আমাদের খারাপ সময়ে, আমাদের সঙ্গে আছেন। বিশেষ করে দলের মালিক। আশা করি উনাকে আমরা কিছু উপহার দিতে পারি। দল কেমন কিংবা কেমন হতে পারতো, এগুলো বলে এখন লাভ নেই। আমি যেটা বললাম সবাই বেশ ক্যাপেবল। উনাকে (দলের মালিক) একটু খুশি করতে পারি, এটাই চেষ্টা করবো।’