তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই বাজে। টেস্ট ক্রিকেটেতো আরও বাজে। ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সবগুলো দলের সঙ্গে টেস্ট ক্রিকেটে হেরেছে বাংলাদেশ দল। বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া দুই টেস্টের সিরিজে ভালো খেলতে মুখিয়ে আছেন মুমিনুলের দল। মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়েছেন শ্রীলঙ্কাতে তারা জেতার জন্যই গিয়েছেন।
সাম্প্রতিক পারফরম্যান্সের কারনে কী শ্রীলঙ্কাতে বাংলাদেশ দল চাপে থাকবে? মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সে মুমিনুল বলেছেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় উড়ে গেছে মুমিনুল হকরা। এরপর তিন দিন রুম কোয়ারেন্টিন শেষ করে তারা গত বৃহস্পতিবার থেকে অনুশীলনে শুরু করেছে। ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে মুমিনুল-তামিমরা। মঙ্গলবার ক্যান্ডিতে শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুমিনুল, এখনকার যে পরিস্থিতি সেই অনুযায়ী ভালো প্রস্তুতিই হয়েছে। প্রস্ততি ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি, আজকেও করব। দেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে কিছু পরিস্থিতি আসবে যেগুলোতে আপনাকে মানসিক ও শারীরিকভাবে নিজেকে মানিয়ে নিতে হবে।’
নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে যাচ্ছে তাই ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সফরে এমন বাজে ফিল্ডিং হলে এর খেসারত দিতে হবে সফরকারীদের। অবশ্য দুই দেশের কন্ডিশন ভিন্ন হওয়ার কারনে শ্রীলঙ্কাতে ফিল্ডিংয়ে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ড, ‘এখানকার কন্ডিশন আর নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন। শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা আমাদের মতই। ফিল্ডিংয়ের কথা যে বললেন... একটা সিরিজে ভুল ফিল্ডিং হতেই পারে। আমার মনে হয় না প্রত্যেকটা সিরিজে এরকম হচ্ছে। খেলোয়াড়রা সবাই অনেক কষ্ট করছে। আমার কাছে মনে হয়, এই সিরিজে আরও ভালো বোলিং-ফিল্ডিং করতে পারব।’