গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে ৭ উইকেটে হেরে শেষ চারে যাওয়ার সমীকরণ কঠিন করে তুললো ফরচুন বরিশাল। শুরুটা ভালো করলেও শেষ দিকে রান তুলতে পারেননি লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তাতে দারুণ শুরুর পরও ১৪৯ রানেই থামতে হয় বরিশালকে।
প্রথম ১২.৪ ওভারে ১০০ রান তোলা দলটি শেষ সাত ওভারে তুলেছে মাত্র ৪৯ রান। ৮ উইকেট হাতে থাকার পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সে অনুমেয়ভাবেই হতাশ তামিম ইকবাল। শেষ ৭ ওভারে ৪৯ রান গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন দলটির অধিনায়ক। সেই সঙ্গে হারের জন্য শেষ সাত ওভারে রান তুলতে না পারাকেই দায় দিচ্ছেন।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘অবশ্যই, আমি মনে করি আমাদের শুরুটা ভালো হয়েছিল। আমরা ১২.৪ ওভারে ১০০ রান করেছিলাম যদি না আমি ভুল করে থাকি। কিন্তু শেষ সাত ওভারে আমরা মাত্র ৪৯ রান সংগ্রহ করতে পেরেছি, যা গ্রহণযোগ্য নয়। হাতে ৮ উইকেট ছিল তারপরও আপনি ৪৯ রান করেছেন। আমি মনে করি সেখানেই আমরা হেরেছি। ১৫০ রান করার পর আমরা যেভাবে শুরু করেছিলাম সেখানে তিনটা ক্যাচ মিস।’
এর আগে ম্যাচে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জিতে নেয় দলটি। ১৮.১ ওভারে ২২০ রান তোলা দলটি চট্টগ্রামের বিপক্ষে করেছেন মাত্র ১৪৯ রান। প্রতিদিনই একইরকম খেলা যায় না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তুমি জানো এটা আসলে এইভাবে কাজ করে না। একদিন তুমি ২০০ রান করবে আবার অন্য দিন সম্ভবত ১২০ রান করতে পারবে।’
জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং চট্টগ্রাম ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করলেও চতুর্থ দল হিসেবে কে যাবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে। সেই তালিকায় আছে বরিশাল এবং রাজশাহী। শেষ চারে জায়গা করে নিতে ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প নেই তামিমের দলের। ঢাকাকে হারালেও তাকিয়ে থাকতে হবে রাজশাহীর ম্যাচের ফলাফলের দিকে। তবে তামিম মনে করেন, এখনও তাদের সুযোগ আছে।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এখনও আমাদের সুযোগ আছে ম্যাচটা যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা জিতবো। আমরা ঢাকা ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের আরও একটি সুযোগ থাকবে। কিন্তু আমরা আমাদের ওই পজিশনে রাখতে চাই তাহলে আজকের দিনটা কোনভাবে ভালো ছিল না।’