ইউরো কাপে নক্ষত্রপতন। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বেলজিয়ামের কাছে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল।
ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন থোরগান অ্যাজার। পর্তুগাল বক্সের বাইরে ডানদিকে বল বাড়িয়েছিলেন ম্যুনিয়ের। সেই পাস ধরে ডান পায়ের ইনস্টেপে জোরাল শট জালে জড়িয়ে দেন অ্যাজার। পর্তুগালের গোলকিপার প্যাট্রিসিওকে হার মানান। বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি পর্তুগাল। তাদের একাধিক আক্রমণ গোলমুখে প্রতিহত করেন বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তুয়া। যিনি রবিবার কার্যত দুর্ভেদ্য ছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রি কিকও দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচান কুর্তুয়া।
ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে এক গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হওয়ার সুযোগ ছিল সিআরসেভেনের সামনে।
জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির ছিল ইরানের আলি দাইয়ের। ১০৯টি গোল করেছিলেন দাই। চলতি ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে জোড়া গোল করে আলি দাই-কে স্পর্শ করেছিলেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে তাঁরও ১০৯টি গোল হয়ে গিয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে একটি গোল করলেই বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হয়ে যেতেন সিআরসেভেন। তবে সেই রেকর্ড আর তৈরি করা সম্ভব হয়নি রোনাল্ডোর পক্ষে। ম্যাচ হেরে বিষণ্ণ মুখেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
শেষ আটে ইতালির সামনে বেলজিয়াম। তবে রবের্তো মার্তিনেসের দলকে চিন্তার রাখবে দলের দুই সেরা অস্ত্র অ্যাডেন অ্যাজার ও কেভিন দি'ব্রুইনের চোট। দুই তারকাকেই রবিবার তুলে নিতে বাধ্য হয়েছিলেন মার্তিনেস।