My Sports App Download
500 MB Free on Subscription


প্রস্তুতি ম্যাচে শূন্য রানে আউট মুমিনুল

লাল দলের ব্যাটিং অনুশীলনটা ভালো হলেও সবুজ দলের তেমনটি হয়নি। রবিবার প্রথম সেশন শেষে তিন উইকেট হারিয়ে মুমিনুলের দলের সংগ্রহ ৮৯ রান। তার মধ্যে অধিনায়ক মুমিনুলের রানের খাতা না খুলেই আউট হয়েছেন। 

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে তামিমের লাল দল প্রথম দিনে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে লাল দল করেছে ৩১৪ রান। জবাবে আজ (রবিবার) দ্বিতীয় দিনে ব্যাটিং করে মুমিনুলের সবুজ দল। লিটন ২৭ রানে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। কিন্তু আরেক ওপেনার সাদমান ১৯ ও ইয়াসির আরী ১৫ রানে আউট হন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন।লাল দলের অফস্পিনার মেহেদী হাসান নিয়েছেন দুটি উইকেট।

আগের দিন দিন পার করলেন সবুজ দলের বোলার- শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের আজ (শনিবার) প্রথম দিনে তামিম ইকবালের লাল দল হারালো ৬ উইকেট, তবে আউট হয়েছেন কেবল তাইজুল ইসলাম। বাকি পাঁচ ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেছেন। তাই সারাদিনের বোলিংয়ে সবুজ দলের বোলারদের প্রাপ্তি মাত্র ১ উইকেট!

হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সবচেয়ে বেশি ৬৬ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফিরেছেন মুশফিক। এছাড়া তামিম ৬৩, নাজমুল ৫৩, সাইফ ৫২, নুরুল হাসান ৪৮ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন।  তামিমের নেতৃত্বাধীন লাল দল ও মুমিনুল হকের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। ২১ জনের স্কোয়াড হওয়ায় দুই দল করতে একজন খেলোয়াড় কমতি ছিল, ওই জায়গা পূরণে নেওয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করবে সবুজ দল।

প্রস্তুতি ম্যাচের দুই দল:

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এক সাপোর্ট স্টাফ।

সবুজ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম।