My Sports App Download
500 MB Free on Subscription


ক্যারিবীয় কোচের হুঙ্কার, সিরিজ জিততেই এসেছে ওয়েস্ট ইন্ডিজ

বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশে এসে বেশ কয়েকবার ভুগতে হয়েছে ক্যারিবীয়দের। যদিও এবার খর্ব শক্তির দল নিয়েও বেশ আশাবাদী ক্যারিবিয়ান প্রধান কোচ ফিল সিমন্স।

তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে সিরিজ জিততেই এসেছে তার দল। যদিও বাংলাদেশের মাটিতে এসে টাইগারদের হারানো কঠিন বলেই মনে করছেন সিমন্স। সিরিজ শুরুর আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারলে ঢাকায় এবং চট্টগ্রামে ভালো করতে আশাবাদী ক্যারিবীয় এই কোচ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘যেকোনও সিরিজ খেলার আগে লক্ষ্য থাকে সিরিজ জয়ের। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে কাজটা সহজ হবে না। তবে প্রথম দায়িত্ব হচ্ছে সিরিজ জয় করা। দ্বিতীয়ত, আমাদের ক্রিকেটারদের প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা যদি ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে ঢাকা ও চট্টগ্রামে ভালো করার সুযোগ থাকবে।’

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল না আসলেও সিমন্স জানিয়েছেন তার দল জয়ের জন্য ক্ষুধার্ত। ক্যারিবীয় এই কোচ বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যই ক্যারিবিয়ান ছেড়েছি। আপনারা হয়তো বলছেন আমাদের পুরো দল নেই, কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত।’

উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। ওয়েস্ট ইন্ডিজ দলেও বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছেন। সিমন্স মনে করেন তার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি। তিন স্পিনার, তিন ফাস্ট বোলার আছে আমাদের। একজন পেস বোলিং অলরাউন্ডার আছে। আমাদের দলে সব দিক থেকেই ভারসাম্য আছে।’