ঈদের ছুটি কাটিয়ে আগামী মঙ্গলবার অনুশীলনে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে দুই দফা করোনা পরীক্ষার সামনে বসতে হচ্ছে ক্রিকেটারদের। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল অনুশীলন শুরু করবে পারবেন ক্রিকেটাররা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের আগে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সফরে যাওয়া দলটি বাধে প্রায় দুই সপ্তাহর মতো অনুশীলন করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। অন্যদিকে শ্রীলঙ্কা ফেরত দলের বেশ কয়েকজন ক্রিকেটার শেষ কয়েকদিন অনুশীলন করেছেন। তবে ঈদের আগে পুরো দল নিয়ে অনুশীলন করা না গেলেও মঙ্গলবার থেকে পুরো দল নিয়ে অনুশীলন করতে পারবেন রাসেল ডমিঙ্গো।
অনুশীলন শুরুর আগে ক্রিকেটাদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে আসতে হবে। ইতিমধ্যে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিনে দুই দফা করোনা পরীক্ষা হবে। এরপরই মঙ্গলবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন।
এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল (শনিবার) প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও (রবিবার) হবে, আগামীকালও (সোমবার) হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।’
এছাড়া ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের চলতি মাসের শুরুর দিকে করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকে। আর তারা এক ধরণের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিল।’
আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সফরে এসে লঙ্কানদের তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। ১৯ মে থেকে তাদের অনুশীলনের সুযোগ মিলবে। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে দিবারাত্রির।