সেই মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বোলিং করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তখন ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে মাঝখানে প্রতিযোগিতামূলক কোনও ম্যাচ আর খেলেননি। সেই মাশরাফি ৮ মাস পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে অবশেষে অনুশীলনে ফিরেছেন।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় পুরো দস্তুর অনুশীলনের লক্ষ্য নিয়েই হাজির হয়েছেন সাবেক অধিনায়ক। হালকা রানিসহ সব মিলিয়ে ৫ ওভার করেছেন বল করেছেন। শোনা যাচ্ছে, গাজী গ্রুপ চট্টগ্রামেই তিনি খেলতে যাচ্ছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।
করোনা কালে ক্রিকেট যখন বন্ধ তখন বাকিরা অনুশীলনে ব্যস্ত ছিলেন। তবে মাশরাফি সেসব ব্যক্তিগত অনুশীলনে যোগ দেননি। তাই ফিটনেস ইস্যুতে বিসিবি আয়োজিত তিন দলের টুর্নামেন্টেও অংশ নেননি। তবে এবার প্রস্তুতি নিয়েই মাঠে নামছেন মাশরাফি।