My Sports App Download
500 MB Free on Subscription


শিরোপা তুমি কার, খুলনা নাকি চট্টগ্রাম?

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে আজ শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ফাইনালের আগে টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। সেই মুখোমুখিতে এগিয়ে চট্টগ্রাম। গ্রুপ পর্বের দুটি ম্যাচে জিতেছে চট্টগ্রাম, অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। আজ দুই দল আগুনে লড়াইয়ে নামবে। ফাইনালে খুলনাকে মাশরাফি-ইমরুল-মাহমুদউল্লাহ-শুভাগতদের অভিজ্ঞ মাথা দিয়ে লড়তে হবে। অন্যদিকে খুলনাকে লড়তে হবে চট্টগ্রামের লিটন, সৌম্য, মুস্তাফিজ, শরিফুলদের সাহসী ক্রিকেট দিয়ে।

পুরো টুর্নামেন্টে দারুন ক্রিকেট খেলেছে চট্টগ্রাম। এখন অপেক্ষা শেষটা রাঙ্গানোর। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুইবার শিরোপা এনে দেয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের দায়িত্বে। এবার তার সামনে আরেকটি টি-টোয়েন্টি শিরোপা জয়ের হাতছানি তার সামনে। বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের লিগ পর্ব থেকে প্লে অফ রাউন্ড পর্যন্ত মোট দশটি ম্যাচ খেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর মধ্যে হেরেছে মাত্র দুটিতে।

খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহও চট্টগ্রামের সেই সাফল্যের কথাই মনে করিয়ে দিলেন ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে, ‘তাদের দলটা খুবই ভালো। সবাই জানে, সৌম্য-লিটন ভালো ব্যাটিং করছে। লিটন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং আক্রমণ ভালো। ওরা পুরো টুর্নামেন্টে চট্টগ্রাম সাহসী ক্রিকেট খেলেছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটরা ছিল অসাধারণ। তবে ফাইনাল অনেক চাপ থাকে। যারা ওই চাপটা সামলাতে পারবে তারাই ভালো করবে।’

তবে মাহমুদউল্লাহ নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী, ‘যেকোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক আনন্দের। এটা একটা দলের জন্য অনেক বড় একটা অর্জন, সেটা যে ফরম্যাটেই হোক। যেহেতু আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড় বেশি, আমি আশা করি আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী খেলতে পারবো। যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ফল আমাদের দিকে থাকবে।’

টুর্নামেন্টের শেষদিকে খুলনার তাবুতে ঢোকা মাশরাফি দলের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন। কোয়ালিফায়ার ম্যাচে ৫ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলতে রেখেছেন ভূমিকা। এছাড়া এই দলটিতে আছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম ও শুভাগত হোমের মত অভিজ্ঞ ক্রিকেটাররা। চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভয়ও খুলনার ওই অভিজ্ঞতায়, ‘ফাইনালের দুই দলই কিন্তু অভিজ্ঞ। টি-টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারের খেলা। মাঠে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে। তবে মাঠে দর্শক না থাকা আমাদের জন্য ইতিবাচক। দর্শক থাকলে একটু চাপ বেশি হতো।'

বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন মাশরাফির সামনে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পড়ার সুযোগ। মাহমুদউল্লাহ মাশরাফির ফাইনাল খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে জানালেন, ‘মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএলের ফাইনাল খেলেছেন তিনি। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যা থেকে আমাদের দল অনেক লাভবান হবে।’

  •