My Sports App Download
500 MB Free on Subscription


অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে সালমাদের

মুশফিক-তামিম-মাশরাফি- সাকিব-মাহমুদউল্লাহরা মাঠে ফিরলে, ফেরা হচ্ছিলো না সালমা-জাহানারাদের। ব্যক্তিগত উদ্যোগে এতোদিন নারী ক্রিকেটাররা অনুশীলন করলেও দলীয় অনুশীলন করার সুযোগ হয়নি। দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিলো গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। করোনা কালের দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী ৩ জানুয়ারি মাঠে ফিরছেন তারা।

৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মাসব্যাপি। এজন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে তাদের ক্যাম্প। ক্যাম্প চলাকালিন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবেন নারী ক্রিকেটাররা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।  সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।ডাক পাওয়া নারী ক্রিকেটাররা হলেন:

সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, মল্লিক, ফরিদা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।

  •