My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কা সফরে যাবেন না ভেট্টোরি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিনিং কোচ হিসেবে পাওয়া যায়নি ড্যানিয়েল ভেট্টরিকে। নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন জটিল নিয়ম কানুনের খড়গে পড়ে ক্যারিবীয় সফরে আসা হয়নি ভেট্টরির। নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকলেও শ্রীলঙ্কা সফরে পাওয়া যাবে না ভেট্টরিকে। 

শ্রীলঙ্কা সফেরে ভেট্টরিকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ ওর সাথে আমাদের আমাদের চুাক্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যেহেতু কোভিড পরিস্থিতির কারণে যাওয়া এবং ওখান থেকে বের হয়ে আসা কিন্তু সিস্টেমেটিক অনেক বড় সমস্যা। এর কারনে আমরা ওকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। আমাদের দেশিয় কোচ আছে, আমরা তাকে শ্রীলঙ্কা পাঠাবো।’

ভেট্টরিকে সফরে না পেলেও তাকে দোষ দিতে নারাজ আকরাম খান, ‘এখানে ওকে দোষারোপ করলে হবে না। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওকে আনলে ৭০ থেকে ৭৫ দিন লাগতো। এটা ওর জন্য ভালো না আমাদের ক্রিকেট বোর্ডের জন্যও ভালো না। কারণ ৩০ দিনের জন্য যদি বাড়তি ৪০ দিন ওকে বাইরে থাকতে হয়। সেজন্য আমরা দুই পক্ষ থেকে বিষয়টি মেনে নিয়েছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন জটিলতায় মূলত বাংলাদেশে আসা হয়নি ভেট্টরির। দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডে ২০ থেকে ২২ দিনের মতো মিরাজদের নিয়ে কাজ করবেন ভেট্টরি। দৈনিক আড়াই হাজার ডলার বেতন নেওয়া ভেট্টরি ১০০ দিনের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ৬০ দিন শেষ হয়েছে তার।