ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেও টেস্ট এবং টি-টোয়েন্টি একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। এছাড়া গত দশকে তিনটি ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমেরও জায়গা হয়নি দশকসেরা টেস্ট একাদশে।
আইসিসির টেস্ট একাদশে দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি ৪ ইংলিশ ক্রিকেটার জায়গা পেয়েছে এই একাদশে, অস্ট্রেলিয়া ও ভারতের ২ জন আর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে ক্রিকেটার।
ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডদের সঙ্গে রয়েছেন জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন স্টিভেন স্মিথ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি সঙ্গে রয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিউজিল্যান্ড থেকে আছেন কেন উইলিয়ামসন, আফ্রিকা থেকে আছেন ডেল স্টেইন আর শ্রীলঙ্কা থেকে এই একাদশে আছেন কুমার সাঙ্গাকারা। তবে এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের।
দশকসেরা এই একাদশে ইনিংসের গোড়াপত্তন করবেন কুক এবং ওয়ার্নার। এরপরে যথাক্রমে রয়েছেন উইলিয়ামসন, কোহলি, স্মিথ। একমাত্র উইকেটরক্ষক হিসেবে রয়েছেন সাঙ্গাকারা। যদিও গেল দশকে তিনটি ডাবল সেঞ্চুরি করেও জায়গা পাননি বাংলাদেশের মুশফিকুর।
অলরাউন্ডার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের স্টোকস এবং ভারতের অশ্বিন। পেস অ্যাটাকে স্টেইনের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডারসন এবং ব্রড। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর ২০২০ এই এক দশকের ক্রিকেটারদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি।
আইসিসির দশকসেরা টেস্ট একাদশ:
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) এবং স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।