গত কয়েক বছর ধরেই মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা চলছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান আউট কিংবা ক্যাচ মিস মুশফিকের জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজে একই কাণ্ড করতে দেখা গেছে বাংলাদেশে এই উইকেট কিপার ব্যাটসম্য্যানকে। মুশফিকের এমন ব্যর্থতার পর ম্যাচগুলো চলে যাচ্ছে প্রতিপক্ষের হাতে। তবুও মুশফিকের গ্লাভসেই ভরসা পাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল।
২০১৯ বিশ্বকাপে কিপার মুশফিকের শিশুতোষ ভুলে রানআউট হননি কেন উইলিয়ামসন। ম্যাচ হারে মাশরাফি দল। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বেশ কিছু ক্যাচ মিস করার পাশাপাশি বেশ কিছু ভুলও কলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে দাঁড়িয়ে জিমি নিশামের লোপ্পা ক্যাচ ফেলেছেন তিনি। যা রীতিমতো দৃষ্টিকটু। গ্লাভস নিয়েও তার পিচ্ছিল হাত বছরের পর বছর পুড়িয়ে যাচ্ছে বাংলাদেশের হৃদয়।
তবুও মুশফিকের কিপিং নিয়ে সন্তুষ্ট অধিনায়ক তামিম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘ওর (মুশফিক) কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহুর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুধু না পুরো সিরিজেই কিপিং করবে।’
মুশফিকের প্রংশসা করে তামিম আরও বলেছেন, ক্যাচ মিসের কথা বলছেন, সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে, আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।’