My Sports App Download
500 MB Free on Subscription


স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আনন্দে মাতাতে পারবেতো তামিমরা?

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছে বাংলাদেশ এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে। কিউইদের বিপক্ষে খেলা ১৫ ওয়ানডের একটিতেও জয় নেই লাল-সবুজ জার্সীধারীদের। ক্রাইস্টচার্চে জয়ের খুব কাছে গিয়েও জয় হাতছাড়া হয়েছে তামিমদের। শুক্রবার ওয়েলিংটনে কি পারবে পুরো বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দে মাতাতে। মঞ্চটা তৈরিই আছে, এখন এই মঞ্চ রাঙ্গানোর দায়িত্বটা তামিম-সাকিবদের। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হবে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে তামিম ইকবালের দল। সিরিজ বিবেচনায় নিলে এই ম্যাচের কোনো গুরুত্ব নেই। তবু ওয়ানডে সুপার লিগের হিসেব প্রতিটি ম্যাচেরই সমান গুরুত্ব পাঁচ ম্যাচে তিন জয়ে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থা দুই নম্বরে আছে। এই ম্যাচে জয়ের দেখা পেলে জায়গাটি আরও পাকাপোক্ত হবে। রান রেট ভালো হলে এক নম্বরেও চলে যেতে পারে। অন্য দিকে নিউজিল্যান্ড জয় পেলে, নেট রান রেটে এগিয়ে থাকার সুযোগে দুই নম্বরে উঠে আসবে কিউইরা।ওয়েলিংটনের বেসিন রিজার্ভের পিচ বেশ ব্যাটিং সহায়ক। প্রথমে ইনিংসে এই মাঠে গত দশ বছরে গড় ২৮০ এর বেশি। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে এখানে পেস সহায়ক সবুজ উইকেট ছিল। এবারও এমন সম্ভাবনা আছে।  

যার কারনে পেসারদের সামনে শুরুতে ব্যাটসম্যানদের কিছুটা কঠিন পরিস্থিতি পড়তে হতে পারে। নতুন বলে কিছুক্ষণ সময় কাটানোর পর ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেন। অনেকটা ডানেডিনের মতোই উইকেট-আবহাওয়া। এই ভেন্যুতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছুটা সতর্ক থেকেই ব্যাটিং করতে হবে। নয়তো ডানেডিনের মতোই অবস্থা হয়ে যেতে পারে। ব্যাটিং কোচ জন লুইস তেমনটাই বলে গেছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, ‘আমরা যদি প্রথমে ব্যাট করি, তাহলে আমাদের চিন্তা করতে হবে নতুন বলে কী ঘটতে যাচ্ছে। তাদের আছে ট্রেন্ট বোল্ট ও এই ম্যাচে যদি টিম সাউদি আসে, তাহলে তারা পাবে শক্তিশালী পারফর্মারদের। আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা শুরুতেই আমাদের বেশি ক্ষতি না করতে পারে। যদি বড় স্কোর তাড়া করতে হয়, তাহলে পাওয়ার প্লের ফায়দা নিতেই হবে, কিছু ঝুঁকি নিতে হবে, খেলতে হবে কিছু শট।’

বাংলাদেশের জন্য বড় দূসংবাদ হতে যাচ্ছে রস টেলরের ফেরা। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে নিউজিল্যান্ড দল জানিয়েছে, তৃতীয় ম্যাচে খেলছেন তিনি। এছাড়া সিরিজ জিতে যাওয়ার পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ট্রেন্ট বোল্টের বদলে একাদশে দেখা যেতে পারে টিম সাউদিকে।টানা দুই ম্যাচ হারা কোনঠাসা বাংলাদেশকে তবুও সমীহ করছে রস টেলর, ‘আমরা গত ম্যাচে ভাগ্যগুণে জয় নিয়ে মাঠ ছেড়েছি। আমি নিশ্চিত বাংলাদেশ শেষে ম্যাচে সেরাটা দিয়েই সিরিজ শেষ করতে চাইবে।’নিউজিল্যান্ডের মতো বাংলাদেশ দলেও আসতে পারে কয়েকটি পরিবর্তন। চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পাননি হাসান মাহমুদ। চোট কাটিয়ে উঠলে সাইফউদ্দিনের বদলে মাহমুদকে দেখা যাওয়ার জোড় সম্ভাবনা আছে। এর বাইরে আগের ম্যাচে কাফ মাসলে টান লাগা মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে রুবেল কিংবা শরিফুলকে।