My Sports App Download
500 MB Free on Subscription


মাহমুদউল্লাহকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ?

আরেকটি ব্যর্থ সফর যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। তবে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে মুখিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। সেই লক্ষ্যে ও হোয়াইটওয়াশ এড়াতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহরা। ম্যাচটিতে নাও দেখা যেতে পারে অধিনায়ক মাহমুদউল্লাহকে। মূলত ফিটনেস সমস্যার কারনেই বাদ পড়তে যাচ্ছেন বর্তমান অধিনায়ক।

জালাল ইউনুস এমনটাই জানালেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মাহমুদউল্লাহর ফিটনেসে সমস্যা আছে। মুশফিকতো আগে থেকেই ইনজুরিতে। আজকের ম্যাচে এই দুইজনের খেলার সম্ভাবনা নেই।'মাহমুদউল্লাহ না খেললে অধিনায়কের দায়িত্বটা পালন করবেন কে? এ ব্যাপারে জালাল ইউনুস কিছুই জানালেন না। তবে ধারনা করা হচ্ছে, মিঠুন, শান্ত কিংবা লিটনের মধ্যে কেউ একজন মাহমুদউল্লাহর দায়িত্ব সামলাবেন।

অকল্যান্ডে মাহমুদউল্লাহ খেলতে না পারলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসটা নতুন করে লেখা হবে। চারবছর আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন মাশরাফি। ফলে এতোদিন তাকে ছাড়াই মাঠে খেলেছিল তামিম-সাকিবরা। এই সফরে সাকিবের ছুটি নিয়েছের এবং তামিম ব্যক্তিগত কারনে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিলো

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোযেন্টি সিরিজ শুরুর হওয়ার পর সোল্ডার ইনজুরিতে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারেননি মুশফিক। আজকের ম্যাচটিতেও খেলার সুযোগ নেই। এদিকে মাহমুদউল্লাহ ফিটনেসহীনতায় বাদ পড়লে প্রায় দেড় দশক পর প্রথমবার ‘পঞ্চ পান্ডবের’ ছাড়া মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ছাড়া বাংলাদেশ দল এতদিন ছিল কল্পনারও বাইরে, তবে কি আজ অকল্যান্ডে কল্পনাতীত এমন কিছুই ঘটবে? অকল্যান্ড থেকে আসা খবরে তেমনটিই আভাস!