My Sports App Download
500 MB Free on Subscription


দ্রুততম ১০০ উইকেট এখন মিরাজের

ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন মেহেদী হাসান মিরাজ। এরপর একটু একটি করে পৌঁছে গেছেন শততম উইকেটের মাইলফলকে। শনিবার শেষ বিকালে ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান শাইনি মোসেলেকে ফিরিয়ে তাইজুলকে হটিয়ে দেশের হয়ে দ্রুততম একশো উইকেটের মালিক বনে যান মিরাজ।

টেস্টে বাংলাদেশের হয়ে এর আগে ন্যূনতম ১০০ উইকেট ছিল মাত্র তিনজন ক্রিকেটারের। মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর সবাইকে পেছনে ফেলে আজ শনিবার টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে ১০০ উইকেট শিকারের রেকর্ডটি এখন মেহেদী হাসান মিরাজের দখলে।

দুই উইকেট দূরে থেকে ঢাকা টেস্ট খেলতে নেমেছিলেন মিরাজ। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাফল্য পান ডানহাতি এই স্পিনার। মিরাজের ঘূর্ণি বুঝতে না পেরে সেকেন্ড স্লিপে থাকা মোহাম্মদ মিঠুনের হাতে তালুবন্দি হন মোসেলে। আর তাতেই তাইজুলের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্রুততম শততম উইকেটের মালিক হন মিরাজ।

১২ বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে থেমেছিলেন মোহাম্মদ রফিক। টেস্টে দেশের হয়ে প্রথম ১০০ উইকেট শিকারের নজিরও রফিকের। সাকিব আল হাসান এসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দেখা পান শততম উইকেটের। ক্যারিয়ারের ২৮তম টেস্টে এসে ১০০তম উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব।

এরপর ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে হটিয়ে এমন কীর্তির মালিক হন তাইজুল। ২৫তম টেস্টে ১০০ উইকেটের দেখা পেয়ে সাকিবকে পেছনে ফেলছিলেন তাইজুল। দুই বছরের ব্যবধানে সেটির ভাগিদার এখন মিরাজ। ২৩ টেস্টে দুইবার দশ উইকেট নিয়ে এই অফস্পিনার। ৫ উইকেট সাত বার এবং চার উইকেট নিয়েছেন তিনবার।