My Sports App Download
500 MB Free on Subscription


‘বড়’ ম্যাচের দিকে তাকিয়ে ইমরুল

জেমকন খুললার জার্সি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর সাতটি ম্যাচেই একাদশে ছিলেন ইমরুল। বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দলে ছিলেন না বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। পারিবারিক কারনে বাসায় গিয়েই আটকে গিয়েছিলেন। এরপর কয়েকটা দিন আইসোলেশনে কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। এখন অপেক্ষায় আছেন ‘বড়’ ম্যাচে বড় ইনিংস খেলার।

প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন ইমরুল। পরের ম্যাচগুলোর মধ্যে কোন ম্যাচেই ৩৭ এর বেশি রান করতে পারেননি। এমন পারফরম্যান্সে হতাশ হলেও ইমরুল মনে করেন কোয়ালিফায়ার, ফাইনালের মতো ম্যাচগুলোতে তার ভালো করা সম্ভব, ‘পারফরম্যান্স নিয়ে আমার যে প্রত্যাশা ছিল, সেটি ঠিকমতো করতে পারিনি। একজন খেলোয়াড়ের সবসময় সব টুর্নামেন্টে ভালো যায় না। এখনও সুযোগ আছে আরও দুইটা ম্যাচ আছে। চেষ্টা করব জায়গা মতো (বড় ম্যাচ বুঝিয়েছেন) ভালো খেলার।’

সোমবার প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই হেরেছিল খুলনা। তবে কালকের ম্যাচ জিততে আত্মবিশ্বাসী ইমরুল, ‘আমরা দুই নম্বর দল হয়েছি, আমাদের এখানে সুযোগ দুইটা থাকবে। এটা সত্যি, চট্টগ্রামের বিপক্ষে আমরা দুইবারই হেরেছি। এবার জিততে হলে আমাদের আগের থেকে ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের সঙ্গে খেলা দুটি ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আমার মনে হয় ভুলের জায়গাগুলো শুধরাতে পারলে আমরা জিততে পারব।’

বোলিংয়ে মোটামুটি ভালো করলেও ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ সাকিব। ফাইনালে যেতে সোমবারের ম্যাচটিতে সাকিবকে দূর্দান্ত পারফরম্যান্স করতে হবে। ইমরুলও আশাবাদি সাকিবের অভিজ্ঞতা আগামী ম্যাচে খুব কাজে দেবে, ‘সাকিব বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলে। ওর যে অভিজ্ঞতা আমার মনে হয় যে এটা এই টুর্নামেন্টে খুব কম খেলোয়াড়েরই আছে। ওই দিক থেকে বলব যে অবশ্যই এগিয়ে আছি আমরা। আমরা হয়তো সঠিকভাবে বুঝে উঠতে পারছি না, পারফরম্যান্সটা সঠিক সময়ে ক্লিক করতে পারছি না। আশাবাদী যে পরবর্তী ম্যাচে ওইটা ওইভাবে ওভারকাম করব। বড় খেলোয়াড়েরা সেমিফাইনাল বা বড় বড় ইভেন্টে বড় বড় ম্যাচে ভালো খেলে।’

পুরো টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতার কারনেই কঠিন পরিস্থিতিতে পড়েছে খুলনা। সামনের ম্যাচগুলোতে সেখানে উন্নতি দেখা যাবে বলে আশা করছেন ইমরুল, ‘হ্যাঁ, আমাদের টপঅর্ডাররা ওইভাবে কেউ ক্লিক করতে পারেনি। আমার মনে হয় যে, এই জায়গাতে উন্নতির দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় প্রত্যেকটা ম্যাচেই কিভাবে কি করলে ভালো হয়। আমার মনে হয় যে পরবর্তী ম্যাচ থেকে ইনশাআল্লাহ এটা ওভারকাম করতে পারব।’