My Sports App Download
500 MB Free on Subscription


পারলেন না সৌম্য, জেতালেন তামিম

গত কিছুদনি ধরেই অফফর্মে ভুগছেন সৌম্য সরকার। আর এই অফফর্মের কারনে শ্রীলঙ্কা সিরিজে সুযোগ হয়নি সৌম্য। বিকেএসপির এক নম্বরে মাঠে ঢাকা লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচটিতে সৌম্য-মাহমুদউল্লাহদের ব্যাটিং ব্যর্থতায় তামিমের দল প্রাইম ব্যাংক ৭ উইকেটে জিতেছে।

বৃষ্টির কারনে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ম্যাচটি শুরু হয়। ১২ ওভারের ম্যাচটিতে আগে ব্যাটিং করে গাজী গ্রুপ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। ওপেনিংয়ে নেমে ১৩ বলে ১৪ রান করে আউট হয়েছেন সৌম্য। শেখ মেহেদী হাসানও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে তিনি আউট হয়েছেন। মাহমুদউল্লাহ ৭ বলে ৫ রান করে নাঈম হাসানের শিকার হয়েছেন। 

উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসানের ২২ বলে ২৬ রানের ইনিংস ও মুমিনুলের ৪ বলে ১৩ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে গাজী গ্রুপ ৯১ রানের সংগ্রহ দাঁড় করায়। লিগের প্রথম ম্যাচে মুমিনুল ৫ নম্বরে ব্যাটিং করেছেন। প্রাইম ব্যাংকের মোস্তাফিজ ও নাঈম দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শরিফুল নিয়েছেন একটি করে উইকেট।

জবাবে তামিমের ২২ বলের ৪৬ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। দলটির অধিনায়ক এনামুল হক ৫ রান করে আউট হয়েছেন। রনি তালকুদার ১৯ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রেখেছেন।অফস্পিনার মেহেদী হাসান ১৮ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ নিয়েছেন একটি উইকেট।