My Sports App Download
500 MB Free on Subscription


আমরা এখনো নিখুত ক্রিকেট খেলতে পারিনি: তামিম

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি ৩৩ রানে জয়েরপ পর মঙ্গলাবার দ্বিতীয় ম্যাচে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর তাতেই প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ!

সিরিজ জিতলেও ব্যাটিং বিভাগে সংগ্রাম করতে হয়েছে দলকে। দুই ম্যাচের দলের কান্ডারি ছিলেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ৮৪ রানের পর আজ খেলেছেন ১২৫ রানের ইনিংস। বাকি ব্যাটসম্যানরা কেউই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তাইতো তামিম পুরষ্কার বিতরণী মঞ্চে জানালেন অপ্রাপ্তির কথা, ‘ভাগ্যক্রমে আমরা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি। এখনো পর্যন্ত আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি, আশা করি তৃতীয় ম্যাচটিতে আমরা নিখুত ক্রিকেট খেলতে পারবো। শুরুতেই আমরা প্রচুর উইকেট হারিয়েছি। এক সময় মনে হয়েছিল ২০০ রান করতে পারবো না। সুতরাং আমাদের শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

ম্যাচ জেতার পেছনে মুশফিক ও মাহমুদউল্লাহর জুটিকে সামনে আনলেন তামিম, ‘মুশফিকের ইনিংসটি ছিলো দূর্দান্ত। রিয়াদ ভাই ভালো চেষ্টা করেছেন। তাদের দুইজনের ইনিংস আমাদের স্কোরকে সমৃদ্ধ করেছে, যা জেতার জন্য যথেস্ট ছিল।’ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে ফিল্ডিং ভুগিয়েছে বাংলাদেশকে। তবে সেখান থেকে বেশ উন্নতি হয়েছে তামিমদের। দুই ম্যাচেই ভালো ফিল্ডিং করেছে বাংলাদশে। বিষয়টি উল্লেখ্য করে তামিম বলেছেন, ‘আমাদের ফিল্ডিং আগের চেয়ে ভালো হচ্ছে। সিরিজের আগে আমি সবাইকে বলেছিলাম ফিল্ডিংয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিছু ড্রপতো হবেই, তবে যে ড্রপগুলি ম্যাচগুলি ঘুরিয়ে দিতে পারে সেগুলো যেন না হয়। এই জাতীয় ক্যাচ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’