My Sports App Download
500 MB Free on Subscription


কোহলির জন্য লায়নের আফসোস

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরবেন বিরাট কোহলি। পুরো সিরিজে না থাকায় কোহলিকে আউট করার সুযোগ কম পাচ্ছেন বলে হতাশ অজি স্পিনার নাথান লায়ন।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সন্তানের মুখ দেখবেন ভারতীয় অধিনায়ক। কদিন আগেই ঘরে নতুন অতিথি আসার খবর কোহলি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশিচত করেছেন।

ওই সময়টায় স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আবেদন করেন তিনি। তাঁর ছুটিও মঞ্জুর করেছে বিসিসিআই। তবে কোহলির এই সরে যাওয়া আফসোসে পোড়াচ্ছে লায়নকে।

এই অজি স্পিনার বলেন, ‘এটি এই সিরিজের জন্য হতাশাজনক। আপনি সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাইবেন। আমি বিশ্বাস করি তিনি স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেনের পাশাপাশি কোহলি বিশ্বের সেরা খেলোয়াড়। এটি হতাশাজনক তবে তাদের আরও সুপারস্টার আছে। পুজারা, রাহানাকে দেখুন এবং তারা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিয়ে এসেছেন। যা আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে।’

কোহলি না থাকলেও অস্ট্রেলিয়ার সিরিজ জেতা সহজ হবে না বলে মনে করেন এই অফস্পিনার। তাঁর ভাষ্যমতে, ‘কোহলি এখানে না থাকা মানে এই নয় যে আমরা ট্রফি ধরে রাখব। আমরা প্রচুর কাজ করছি, আমাদের আরও হোমওয়ার্ক করতে হবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি, সিডনিতে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।

টেস্ট স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ্বো, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমান বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিষভ পন্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ।

  •