চেতন শর্মাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সঙ্গে নির্বাচক হিসেবে মনোনীত হয়েছেন আরও দুই সাবেক পেসার-আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি। বৃহস্পতিবার এই তিন প্রাক্তন পেসারকে বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)।
এই ৩জন ছাড়াও সুনীল যোশি ও হারবিন্দর সিংও পাঁচজনের এই নির্বাচক কমিটির সদস্য। এবছরের মার্চে বাকি এই দুজনকে দায়িত্ব দেয়া হয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে, এই ৫ জনের সবাই ছিলেন বোলার। যার মধ্যে যোশি ছাড়া বাকি সবাই পেস বোলার।
ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করা বোলার চেতন। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ বলে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে এই গৌরবময় অর্জনের পাশাপাশি তার নামের যুক্ত আছে আরেকটি ঐতিহাসিক ঘটনা।
১৯৮৬ শারজায় অনুষ্ঠিত অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে চেতনের করা শেষ বলেই ছক্কা মেরেছিলেন জাভেদ মিয়াঁদাদ। যে ছক্কা পাকিস্তান এনে দিয়েছিল শিরোপা। এরপরের বছর একই ফরম্যাটে তিনি হ্যাটট্রিক করেছিলেন।
নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে প্রবলভাবে এগিয়েছিলেন অজিত আগারকার। কিন্তু ভারতের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। তাই বোর্ডের সংবিধান অনুযায়ী বাকিদের থেকে বেশি টেস্ট খেলার কারণেই চেয়ারম্যান করা হয় তাকে।
এক বছর এই কমিটির কার্যকলাপ পর্যবেক্ষণ করার পরই বিসিসিআই প্রতিবেদন পেশ করবে সিএসি। মোট ১১ জন প্রাক্তন ক্রিকেটারদের এই সাক্ষাতকারের জন্য বেছে নেওয়া হয়েছিল। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ল়ড়াইয়ে অজিত আগরকর এবং নয়ন মোঙ্গিয়াকে পেছনে ফেলেছেন কুরুভিল্লা।