My Sports App Download
500 MB Free on Subscription


প্রথম করোনা পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় ক্যারিবিয়রা

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গত রবিবার বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সফর শুরুর আগে করোনারে কারনে ক্যারবিয় ক্রিকেটারদের প্রথম তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এই তিনদিনে দুইবার করোনা পরীক্ষা হবে সফরকারী দলের খেলোয়াড়দের। সোমবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের করোনার নমুনা নেওয়া হয়েছে পুরো দল এখন অপেক্ষায় আছেন রেজাল্টের।

দারিও বার্থলে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ‘আমরা রবিবার ঢাকায় এসে পৌঁছেয়েছি। গতকাল থেকে আমাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শুরু হয়েছে। আমরা আজকে করোনার নমুন দেয়েছি। এই মুহুর্তে আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। ‘
তবে প্রথম পরীক্ষায় নেগেটিভ হলেই মুক্ত হতে পারবেন না ক্যারিবিয়রা। দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ হতে হবে ক্রিকেটারদের। টানা দুই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা নিজেদের চতুর্থ দিন অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে পারবেন। চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত নিজেদের মধ্যেই কেবল অনুশীলন সারতে পারবেন তারা। অষ্টম দিনে গিয়ে নেট বোলার পাবে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় পরীক্ষাটি মঙ্গলবার নেওয়া হবে। অন্যদিকে তৃতীয় পরীক্ষাটি হবে সপ্তম দিনে, অর্থাৎ যেদিন কোয়ারেন্টিন শেষ হবে। এছাড়া সিরিজের মাঝামাঝি প্রয়োজনে কয়েকবার করোনা পরীক্ষা করা হবে। সবমিলিয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বিসিবিকে।সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।