My Sports App Download
500 MB Free on Subscription


রাহির পরিকল্পনায় জল ঢেলেছিল কোহলি

অভিষেকের পর থেকেই ক্রিকেট বিশ্বে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা ক্রিকেটারদের তালিকা করলে সবার উপরে হয়তো ভারতীয় এই অধিনায়কের নামই থাকবে। ব্যাটসম্যান হিসেবে প্রতিনিয়ত গড়ে চলেছেন নতুন সব রেকর্ড। এমন একজন ব্যাটসম্যানের উইকেট পাওয়া বোলারদের কাছে সবসময়ই বিশেষ কিছু। হয়তো ভিন্ন কিছু হয়নি বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহির কাছেও।

গেল বছর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে কোহলিকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও তাকে আউট করার পরিকল্পনা সাজিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে গোলাপি বলের টেস্টে রাহির সেই পরিকল্পনায় জল ঢেলে দেন ভারতীয় অধিনায়ক। আনন্দবাজারের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই পেসার।

প্রথম টেস্টে লেগবিফোরের ফাঁদে পড়ে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয়েছিল কোহলিকে। পরের ম্যাচেও আউটসুইং দিয়ে কোহলিকে বোকা বানাতে চেয়েছিলেন রাহি। তবে তাতে তিনি সফল হয়ে উঠতে পারেননি। উল্টো ওই টেস্টে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রাহির পরিকল্পনায় জল ঢেলে দেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে রাহি বলেন, ‘গোলাপি বলে আউটসুইংয়ের বিপক্ষে আমাকে স্ট্রেট ড্রাইভ মেরেছিল বিরাট। রাতে কিভাবে এতো সাবলীল ব্যাট করল ও (কোহলি), আমার জানা নেই। আমাদের পরিকল্পনা ছিল আউটসুইংয়ের সাহায্যে বিরাটকে আউট করার। অথচ সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় ও (কোহলি)।’

ইডেন গার্ডেন্সের গোলাপি বলের টেস্ট ৭৭ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। রাতে শিশির পড়ার আগে গোলাপি বল পেসারদের জন্য আদর্শ বলে জানিয়েছেন তিনি। এই পেসারের ধারণা অনুযায়ী, গোলাপি বলে সুবিধার মতো অসুবিধাও আছে। বলে জল পড়লে সাবানের মতো পিচ্ছিল হয় বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাহির ভাষ্য, ‘রাতে শিশির পড়ার আগে পর্যন্ত পেসারদের আদর্শ গোলাপি বল। কিন্তু বল ভিজে গেলে হাত থেকে পিছলে যায়। কারণ, বলে অতিরিক্ত রংয়ের স্তর থাকে। জল পড়লে সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়।’