করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরছেন তারা। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মাসব্যাপী। ক্যাম্পে যোগ দেওয়ার আগে শনিবার সুযোগ পাওয়া ২৯ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছে বিসিবি। ফলাফলের ভিত্তিতে রবিবার সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবে সালমা-জাহানারার।
দীর্ঘ ১১ মাস পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। শনিবার দুই ভেন্যুতে করোনা পরীক্ষার নমুনা নিয়েছে বিসিবি। সিলেটে যাদের বাড়ি তারা সেখানেই থেকে যাচ্ছেন। আর অন্য ভেন্যুতে থাকা ক্রিকেটাররা ঢাকায় করোনা পরীক্ষা দিয়ে একসঙ্গে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে মেয়েদের ক্যাম্প। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।এদিকে নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন।ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।
ক্যাম্পে থাকছেন যারা:
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।