My Sports App Download
500 MB Free on Subscription


কলকাতার হয়ে সাকিবের আইপিএল মিশন শুরু হচ্ছে আজ

আগামী অক্টোবরে ভারতের অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। রবিবার থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের ‘বিশ্বকাপ প্রস্তুতি’ শুরু হচ্ছে। আজ (রবিবার) রাত আটটায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে কলকাতার প্রতিপক্ষ সাকিবের পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদ।

এবার নতুন মৌসুমে শিরোপা জিততে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত কলকাতা। নতুন অভিযানে রয়েছেন দলটির নতুন অধিনায়ক এউয়ন মরগ্যান। সঙ্গে ফেরানো রয়েছে কলকাতার দুই শিরোপার অন্যতম নায়ক সাকিবকে। নিষেধাজ্ঞার কারনে আগের আসর খেলা হয়নি সাকিবের। এর আগে টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেন সাকিব। তবে কলকাতার হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা সাকিবকে ঘিরেই চতুর্দশ মৌসুমে নিজেদের শিরোপা পুনুরুদ্ধারের পরিকল্পনা সাজিয়েছে কলকাতা।

সাকিবও প্রস্তুত এমন কিছু করতে। মাঠের লড়াইয়ে নামার আগে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিব। আইপিএলে কী রেকর্ড গড়তে চান, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি করতে চাই।’রবিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই সাকিবকে খেলাতে পারে নাইট শিবির। শুক্রবার ও শনিবারের অনুশীলনের চিত্র দেখে এমনটাই ধারনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কোয়ারেন্টিন পর্ব সদ্য শেষ করা প্যাট কামিন্সকে প্রথম ম্যাচে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে কলকাতা। এ ছাড়া চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ স্পিন নির্ভর। সে জন্য অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবকে খেলানোর সম্ভাবনাই বেশি।

পাশাপাশি গত বার মিডল অর্ডারে ব্যাটিংয়ে ভুগেছিল নাইটরা। সাকিব আসায় মিডলে ব্যাটিংয়ে ভারসাম্য বাড়বে। ওই পজিশনে কলকাতার ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা বোগলে! ক্রিকবাজের ওই অনুষ্ঠানে এই ধারাভাষ্যকার বলেছেন, ‘তিন নম্বরে বড় ভূমিকা রাখতে পারেন সাকিব আল হাসান। নারাইন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে দারুণ শুরু এনে দিতে পারেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স সুবিধার নয়। অন্যদিকে তিন নম্বরে সাকিব দুর্দান্ত সময় কাটিয়েছেন ২০১৯ (ওয়ানডে) বিশ্বকাপে। তিনি তিন নম্বরে একটা স্থিতিশীল অবস্থা দেবেন, যাতে চার, পাঁচ, ছয় নম্বরে থাকা ব্যাটসম্যানদের বিধ্বংসী হওয়ার সুযোগ তৈরি হবে।’

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সাকিবকে যেখানেই খেলানে হোক না কেন, সাকিব একাদশে থাকছেন। শুক্রবার চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে এক ঘণ্টা ব্যাট করানো হয় সাকিবকে দিয়ে। একই নেটে অনেকক্ষণ ব্যাট করেন সাকিব। তাতে মনে হচ্ছে প্রথম ম্যাচেই সাকিবকে একাদশে রাখবে কলকাতা শিবির। কলকাতার স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংহে। চেন্নাইয়ে তাঁকে খেলানোর সম্ভাবনা সব চেয়ে বেশি। স্পিন বিভাগে হরভজনের অভিজ্ঞতা বড় অস্ত্র হতে পারে নাইটদের। বরুণ চক্রবর্তী, হরভজন ও সাকিব-এই ত্রয়ীকে নিয়ে প্রথম ম্যাচের একাদশ সাজানোর জোড় সম্ভাবনা রয়েছে। আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল।