ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে আগামী বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি চূড়ান্ত হওয়ায় বিগ ব্যাশের কয়েকটি ক্লাবের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
বিগ ব্যাশের এবারের টুর্নামেন্টে বেশ কয়েকজন আফগান ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে টুর্নামেন্টের কয়েকটি দল। আসন্ন আসরে ব্রিসবেন হিটের হয়ে মুজিব উর রহমান, অ্যাডিলেড স্ট্রাইকার্সে রশিদ খান, মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে মোহাম্মদ নবিদের। সেই সঙ্গে মেলবোর্ন স্টার্স জহির খানকে তাদের তৃতীয় বিদেশী খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে।
এছাড়া নূর আহমেদ মেলবোর্ন রেনেগেডসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছে। রশিদ, নবি, মুজিবরা আফগানিস্তানের হয়ে নিয়মিত খেললেও কেবল মাত্র একটি ওয়ানডে খেলেছেন জহির। আর এখনও অভিষেক না হলেও জাতীয় দলের জার্সি গায়ে দেয়া থেকে খুব বেশি দুরে নন তিনি।
বিগ ব্যাশের এবারের আসর চলাকালীনই অনুষ্ঠিত হবে আফগানিস্তান-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজটি। যেখানে অনুমেয়ভাবেই খেলবেন বিগ ব্যাশে জায়গা বেশিরভাগ ক্রিকেটাররা। যে কারণে দেশের হয়ে খেলতে বিগ ব্যাশে ছেড়ে আবু ধাবিতে ফিরে আসতে হবে রশিদ-নবিদের।
ঠিক এই কারণেই চিন্তিত দলগুলো। কারণ ২৩ জানুয়ারি সিরিজ শেষ হলেও টুর্নামেন্টে খেলতে পারবেন না তারা। সিরিজ ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া প্লে অফে খেলতে চাইলেও সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টাইন নীতি।
কারণ অজি সরকারের নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ায় প্রবেশ করে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। সূচি অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের এই লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২১ এবং ২৩ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।