My Sports App Download
500 MB Free on Subscription


তামিম-মুশফিকের 'ভাঙা-গড়ার' খেলা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান নিয়ে ‘ভাঙ্গা- গড়ার খেলায় মেতেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এই সিরিজে মুশফিকের সর্বোচ্চতো, পরের সিরিজে তামিমের সর্বোচ্চ। এভাবেই চলছে গত কয়েকটি সিরিজ ধরে। বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকটা নিজের করে নিয়েছেন তামিম।

মুশফিকের চেয়ে ২৯ রান পেছনে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু করেছিলেন তামিম ইকবাল। ইনিংসের ৬ষ্ঠ ওভারেই বিশ্ব ফার্নান্দোর পঞ্চম বলটি মিডউইকেটে ঠেলে দিয়েই মুশফিককে পেছনে ফেলেন বাংলাদেশের সেরা এই ওপেনার।শুধু মুশফিককে পেছনে ফেলেই থেমে যাননি তামিম। পেয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির দেখা। ১৯তম ওভারে ধনাঞ্জয়া ডি সিলভার বলে সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ব্যাটসম্যান। 

৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ দল। সেখান থেকে তামিম ইকবাল তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন। শুরু থেকে তামিম আক্রমণাত্মক মেজাজে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। অন্যদিকে নাজমুল শুরুতে অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে সেটিও কেটে গেছে। 

ক্যান্ডি টেস্টে তামিমের রেকর্ডটা ভাঙার সুযোগ আছে মুশফিকের সামনে। ভাঙলে সেটি আবার পুনরুদ্ধারের সুযোগ আছে তামিমের সামনেও। ভাঙা-গড়ার এই খেলায় কোন একজন খানিকটা এগিয়ে গেলেও অন্যজনের সুযোগ থাকছে তাকে টপকানোর। তাদের এই ভাঙা-গড়ার খেলাটা তাই বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।