My Sports App Download
500 MB Free on Subscription


চার নম্বর হয়ে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দূর্দান্ত বোলিং করে ক্যারিয়ার সেরা র্যা ঙ্কিং অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে বোলারদের র্যা ঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে চারে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। র্যা ঙ্কিংয়ের সেরা চারে উঠে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত মেহেদী হাসান মিরাজ।

নিজের ভালো লাগার অনুভূতি জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকতে থাকব। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে, যখন শুনতে পেরেছি। দলের সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছে, তাদের শুভেচ্ছা পেয়ে দারুন খুশি।’করোনাকাল শেষে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে তেমন কিছু করতে পারেননি মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই প্রস্তুতিটা ভিন্ন ভাবে নেওয়ার চেষ্টা করেছেন এই তরুণ, ‘চেষ্টা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। বোলিং ইকোনমি কিভাবে কন্ট্রোল রাখা যায়। প্রয়োজন মতো কিভাবে ব্রেক থ্রেুা এনে দেওয়া যায়। এইসব বিষয় নিয়ে আমি চেষ্টা করেছি।’  

মিরাজের পাশাপাশি মোস্তাফিজেরও র্যা ঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বাঁহাতি এই পেসার ১৯ ধাপ এগিয়ে ঢুকে গেছেন শীর্ষ দশে। এখন তার অবস্থান আট নাম্বারে। ছোটবেলা থেকে একসঙ্গে ক্রিকেট খেলা সতীর্থ মোস্তাফিজের পারফরম্যান্সেও দারুন খুশি মিরাজ, ‘শেষ অনেক দিন মোস্তাফিজ সেরা ছন্দে ছিল না। কিন্তু এই সিরিজে অনেক ভালো বল করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই খুশি ওর পারফরম্যান্সে। আমরা চাই মুস্তাফিজ আরও ভালো করুক এবং বাংলাদেশকে অনেক জয় এনে দিক। মোস্তাফিজ আমার খুব ক্লোজ বন্ধু, আমরা ছোট বেলা থেকেই একসাথে ক্রিকেট খেলেছি, অনুর্ধ ১৬, ১৭, ১৮, ১৯ সবই খেলেছি।’