My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবকে মিস করবে খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলছে জেমকন খুলনা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা কিংবা চট্টগ্রামের বিপক্ষে ফাইনাল খেলবে সাকিব-মাশরাফি-মাহমুদউল্লাহদের নিয়ে গড়া জেমকন খুলনা। সবকিছুই ঠিক ছিলো, কিন্তু হুট করে সাকিবের শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় আজই ঢাকা ছেড়ে যেতে হচ্ছে সাকিবকে। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে খুলনাকে।

ফাইনালের মতো এমন একটি ম্যাচে সাকিবকে মিস করবে খুলনা। দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই সাকিবকে মিস করবো। সাকিবতো সাকিবই। কোন দলে তার থাকা মানে প্রতিপক্ষ দলের ওপর চাপ আসা। অবশ্যই আমাদের দলের জন্য একটা কমতি থাকবে যে একজন বাঁহাতি স্পিনার ও একজন সলিট ব্যাটসম্যানকে আমরা পাচ্ছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবার আগে, তারপর হল খেলাধুলা। সাকিব চলে যাবে, আশা করি যে উদ্দেশ্যে গিয়েছে সেটা সফল হবে। দোয়া করি তার শ্বশুর দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

খুলনার জার্সিতে শুরু থেকেই আছেন সাকিব। বোলিংয়ে মোটামুটি ভালো করলেও ব্যাটিংয়ে খুব ভালো করতে পারছিলেন সাকিব। যদিও কোয়ালিফায়ার ম্যাচে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন। দীর্ঘ বিরতি সাকিবের ফর্মে প্রভাব ফেলেছে বলে মনে করেন খুলনার কোচ, ‘সাকিব অনেকদিন পর খেলতে আসছে। সাকিব শাস্তির পর অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল। অনেক ক্ষেত্রে ম্যাচ খেলা অনুশীলন করা আলাদা ব্যাপার। সাকিব কিছু অনুশীলন ম্যাচ খেলতে পারলে ভালো হতো। শ্রীলঙ্কা সিরিজের আগে বিকেএসপিতে এসে হয়তো অনুশীলন করেছে। কিন্তু ওভাবে হয়তো প্রস্তুতিটা সাকিবের ছিল না। সত্যিকার অর্থে ম্যাচ প্রস্তুতি সম্পূর্ণ আলাদা।’খুলনার কোচ আশা করছেন খুব তাড়াতাড়িই সাকিব ফর্মে ফিরে আসবেন, ‘অবশ্যই, আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পেলে সাকিব দ্রুত ফর্মে ফিরে আসবেন। ধীরে ধীরে সেই অবস্থায় সে পৌঁছেছিল।’