My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

প্রথম সাফল্যের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৬৪তম ওভার পর্যন্ত। এতেই অনুমেয় ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন কেমন কেটেছে বাংলাদেশের। জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছে শ্রীলঙ্কা।

৮১ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৬৩ রান। ২০৯ রানের মাথায় ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কান দুই ওপেনারই পেয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮ রান করে শরিফুলের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন।

তবে আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে অপরাজিত আছেন ১১৫ রানে। সঙ্গে আছেন ওসাধা ফার্নান্দো (২৮*)।সকালের সেশনে শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সতর্ক হয়ে। এগিয়েছে ধীরগতিতে। তবে দ্বিতীয় সেশনে রান তোলার গতি প্রায় দ্বিগুণ করে তারা। ৬৬ রানে লাঞ্চ বিরতিতে যাওয়া দল পরের সেশনে তুলেছে ১২২ রান।

প্রথম দুই সেশনে স্বাগতিকদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। চা বিরতির পর তরুণ পেসার শরিফুলের হাত ধরে মেলে সাফল্য। ফিফটি পেরিয়ে দ্বিতীয় উইকেট জুটিও থিতু হয়ে গেছে। তাতে হতাশা বাড়ছে মুমিনুল হকের দলের।

  •