My Sports App Download
500 MB Free on Subscription


১০৭ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে লঙ্কানরা

পাল্লেকেলে টেস্টের ৫ম দিনের শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুনারত্নেকে তুলে নিয়ে ভালো শুরুর এনে দেন তাসকিন আহমেদ। ৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা। দিনের শুরুতে তাসকিন আহমেদ লঙ্কান দুর্গে আঘাত হানলে পরে দ্রুতই কয়েকটি উইকেট হারায় স্বাগতিকরা। তবে রানের চাকাও সচল রাখে স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮ উইকেটে ৬৪৮ রান তোলে তারা। আর প্রথম ইনিংসে লিড নেয় ১০৭ রানের।

এর আগে করুনারত্নে ২৩৪ ও ধনঞ্জয় ১৫৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছিলেন। ৫ম দিনে আর ১২ রান যোগ করে ফেরেন ধনঞ্জয়। আর তাতেই ভাঙে ৩৪৫ রানের বিশাল জুটি।তৃতীয় দিনের শেষ ভাগ থেকে শুরু করে চতুর্থ দিনে পুরোটা ব্যাট করেছেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা এবং দিমুথ করুনারত্নে। এই দুই ব্যাটারের কাছে টাইগার বোলাররা অসহায় আত্মসমাপর্ণ করে।ধনঞ্জয় আউট হওয়ার আগে ২৯১ বলে ১৬৬ রান করেন। এরপর ধীর গতিতে আড়াইশর দিকে এগোচ্ছিলেন দিমুথ করুনারত্নে। তবে তাকে সেই মাইলফলক ছুঁতে দেননি তাসকিন। তার বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন করুনারত্নে। আর তাতেই লঙ্কান অধিনায়কের মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে। আউট হওয়ার আগে করুনারত্নে ৪৩৭ বলে ২৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দলীয় ৫৫৩ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে নিশাঙ্কা (১২) ফিরলে। এরপর একে একে দলীয় ৫৮৫ রানে ডিকওয়েল্লা (৩১) আর ৬৪৭ রানে হসারাঙ্গা (৪৩) ফিরলে ৮ম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর একটি করে উইকেট আছে মেহেদি মিরাজ ও এবাদত হোসেনের ঝুলিতে।এই রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৬৪৮ রান। উইকেটে আছেন লাকমাল (২৩) এবং বিশ্ব ফার্নান্দো (০)। প্রথম ইনিংসে লঙ্কানরা এগিয়ে আছে ১০৭ রানে।প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর ১৬৩ আর অধিনায়ক মুমিনুলের ১২৭ রানে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

  •