সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজাকে নিয়েছে খুলনা। জাতীয় দলের এই তিন ত্রয়ীর অন্তর্ভূক্তির পর খুলনা আরও শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে।
এক দলে মাশরাফি, সাকিব ও মাহমুদউল্লাহ। দর্শকা বিনোদন পাবেন বলেই মনে করেন অপারেশন এই ম্যানেজার, ‘এটা আমার মনে হয় বাংলাদেশের দর্শকরা খুব ভালোভাবেই নেবেন। দুজন আইকনকে প্রথম পেয়ে যাওয়াটা আমাদের লাকের বিষয় ছিল। যেহেতু একটি দল প্রথমে কাউকে নেয়নি। ঐ কারণেই আমরা দুজন আইকনকে পেয়েছিলাম। আর এটা তো আপনারা দেখলেনই, পুরোপুরি ভাগ্যের বিষয় ছিল। আমরা পেয়ে গেছি, আমরা আশা করছিলাম মাশরাফি যেন আমাদের দলে খেলে।'
মাশরাফিকে পেয়ে দারুন খুশি জেমকন খুলনা। দলটির অপারেশন ম্যানেজার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। যদিও লটারির মাধ্যমে পুরো প্রসেসটা হয়েছে, আমরা মাশরাফিকে পেয়ে খুবই খুশি। মাশরাফির মতো একটা নাম আমাদের দলের সঙ্গে থাকুক, এটা আমরা চাচ্ছিলাম। সৌভাগ্যবশত আমরা তাকে পেয়েছি। আমি নিশ্চিত যে, আমিসহ আমাদের দলের সবাই খেলোয়াড়, ম্যানেজম্যান্ট অনেক খুশি হবে।'
তিনি আরও বলেছেন, 'এখন আমরা পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছি। মাশরাফির অন্তর্ভুক্তির পর আমরা অবশ্যই চাইব যে, দল আরও ভাল খেলবে। আমরা টেবিলের এক-দুইয়ের মধ্যেই থাকতে চাই। মাশরাফি আমাদের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। যেকোনো দলে তার থাকাটা অনেক বড় বিষয়। আমরা মনে করি, মাশরাফির অন্তর্ভুক্তি জেমকন খুলনার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।'