১৯৭৯ থেকে ১৯৮৬-এই ৮ বছর খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। ১৯ টেস্টে ৬ সেঞ্চুরি,২ ফিফটিতে ৪৬.২৮ গড়ে করেছে ১২৯৬ রান। ২৫ টেস্টে সেখানে ৪ ফিফটিতে করেছেন ৬৩৩ রান।
১৯৮৫ সালে গাব্বায় তার ১০৮ রানের ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ড। যে ইনিংসে মার্টিন ক্রোর সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ২২৪ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ ছিল।
আশি দশকের এই কৃতি বাঁ হাতি ব্যাটসম্যান ক্রিকেট ক্যারিয়ার ছেড়ে দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। অকল্যান্ডের হয়ে ১০১ টি প্রথম শ্রেনীর ক্রিকেট ম্যাচে ৫৬৫০ রান করা এই ক্রিকেটার নিউজিল্যান্ড ক্রিকেটের অপারেশন্স ডিরেক্টর এবং হাই পারফরমেন্স ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।
সাবেক কিউই ক্রিকেটার জন রিড নিউজিল্যান্ডের সফল একটি বছরের সমাপ্তি দেখে যেতে পারেননি। ৬৪ বচল ৩০১ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের ৪র্থ দিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আশি দশকে নিউজিল্যান্ড ক্রিকেটের সাফল্যে অবদান রাখা টেস্ট ক্যাপ নম্বর ১৪৪-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।